Noboborsho - Bengali New Year
Noboborsho / Poila Boishakh
“এসো এসো এসো হে বৈশাখ……
মুছে যাক্ গ্লানি, ঘুচে যাক্ জরা……”
পয়লা বৈশাখ, বাংলা মাস বৈশাখের প্রথম দিন, বাংলা নববর্ষ। পশ্চিমবংগে বাংলা পন্জ্ঞিকা অনুসারে ইংরাজী ক্যালেন্ডারে এপ্রিল মাসের ১৪ বা ১৫ তারিখে বাংলা নববর্ষ পালিত হয়। এবছর ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ। নানারকমভাবে এই দিনটাকে উদযাপন করেন। বাঙালী ব্যবসায়ীরা এই দিনটাকে হালখাতা খোলা হিসাবে পালন করেন ।পুরোনো হিসেব নিকেষ চুকিয়ে দিয়ে নতুন খাতা খোলেন আর মিস্টি বিতরন করেন।কেউ কেউ লক্ষ্মী বা গণেশের পূজোর আয়োজন করেন। অনেক জায়গায় বৈশাখী মেলারও আয়োজন করা হয়ে থাকে। আমরা একে অপরকে শুভনববর্ষ বলে শুভেচ্ছা বিনিময় করি। তাই ৭ই এপ্রিল, ২০২৪ সে চলে আসুন আমরা সবাই , ১৪৩১ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এবং প্রবাসীর সকলের সংগে আনন্দ হাসি নাচ গান দিয়ে ভরিয়ে তুলতে।
Date: Sunday April 7th, 2024
10 am - 6 pm
Venue: Matthews Community Center
100 E McDowell St, Matthews, NC 28105
Kindly register online.
On-site registration additional $5/ person